ত্বকের উপকারিতায় পেঁপে এর কিছু প্যাক সম্পর্কে জেনে নিন

ত্বকের উপকারিতায় পেঁপে এর কিছু প্যাক সম্পর্কে জেনে নিন

আমাদের দেশে পেঁপে একটি খুবই পরিচিত ফল। সবজি হিসেবেও এর বহুল ব্যবহার রয়েছে। সারা বছর পাওয়া যায় বলে দাম ও খুব বেশি পড়ে না। এতে প্রচুর ক্যারোটিন এবং ভিটামিন সি রয়েছে যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। শুধু খাবার হিসেবে নয়, রূপচর্চায়ও পেঁপের তুলনা হয় না। ত্বক, চুলসহ নানান ধরণের চর্চায় একে কাজে লাগানো যায়। এর প্যাক ত্বককে করে মসৃণ এবং উজ্জ্বল।তাহলে জেনে নেওয়া যাক এই Skin ত্বকের যত্নে পেঁপে এর কার্যকারিতা সম্পর্কে।

১.পেঁপে ও লেবু- পাকা পেঁপে চটকে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি ব্লেন্ড করে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এ ফেসপ্যাকটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসবে।

২.পেঁপে ও টমেটো- পেঁপের সঙ্গে টমেটোর রস মেশান। মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ঠাণ্ডা জল দিয়ে। ত্বকের কালো দাগ দূর করবে এটি।

৩.পেঁপে ও অ্যাভোকাডো- পেঁপে ও অ্যাভোকাডো একসঙ্গে ব্লেন্ড করুন। ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও কোমল।

৪.পেঁপে ও কলা- পেঁপে ও কলা একসঙ্গে চটকে নিন। সামান্য মধু মেশান। মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ। দাগহীন ত্বক পেতে নিয়মিত ব্যবহার করুন ফেসপ্যাকটি।

৫.পেঁপে ও চন্দন- পেঁপের সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে।

৬.পেঁপে ও মধু- কয়েক টুকরা পেঁপে চটকে ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ ও কালো দাগ দূর করবে এটি। পাশাপাশি ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে এ ফেসপ্যাক।