চুলের যত্নে টকদই এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে জেনে নিন

সুন্দর চুল Hair আমরা সবাই পেতে চাই। তাই চুলের যত্নে নানা রকম হেয়ার প্যাক ব্যবহার করে থাকি। এর মধ্যে মেহেদি প্যাক অন্যতম। যা দেখতেও অনেক সুন্দর লাগে। আরও একটি উপাদান আছে যার ব্যবহারে চুল নরম ও কোমল হয়, খুশকি রোধ করে আরো চুলকে মজবুত করে তুলতে সাহায্য করে। তা হল টক দই।
টক দই এর গুনাগুন সম্পর্কে অনেকেই জানেন যে চুলের খুশকি দূর করার জন্য টক দই বেশ উপকারি। কিন্তু শুধু খুশকি দূর করা নয় চুলের আরও অনেক সমস্যা সমাধান করে দিতে পারে টক দই-এর হেয়ার প্যাক।
১.চুল নরম ও কোমল করতে- চুলের যত্নে টক দই অনেক উপকারি। আর এই প্যাকটি ব্যবহার করলে চুল নরম ও কোমল হয়। এই প্যাকটি করতে টক দই, নারকেল তেল এবং অ্যালোভেরার জেল একত্রে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর এই প্যাকটি চুলে ভালভাবে লাগাতে হবে। এরপর ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। প্রাণহীন, নির্জীব, রুক্ষ চুলকে নরম, কোমল, এবং ময়োশ্চারাইজ করে তুলবে এই প্যাকটি। নিয়মিত ব্যবহারে এই প্যাকটি চুলের রুক্ষতা দ্রুত দূর করবে।
২.চুল পড়া রোধ করতে - চুল পড়া রোধ করতে এই প্যাক অনেক উপকারি। এই প্যাক তৈরি করতে ১/৪ কাপ মেথি গুঁড়োর সাথে ১ কাপ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর মাথার তালুসহ সম্পূর্ণ চুলে এই প্যাকটি ব্যবহার করতে হবে। ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। এটি সপ্তাহে এক বার ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে।
৩.রুক্ষতা দূর করতে - রুক্ষতা দূর করতে এই প্যাক খুবই উপকারি। এই প্যাকটি করতে টকদই, বাদাম তেল এবং একটি ডিম ভাল করে মিশিয়ে নিয়ে তৈরি করতে হবে। এই প্যাকটি চুলের গোড়া থেকে সম্পূর্ণ চুলে ভাল করে লাগিয়ে রেখে। এরপর ৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলতে হবে। ডিমের পুষ্টি এবং তেলে চুলের রুক্ষতা দূর করে দিয়ে চুল স্লিকি করে তোলে।
৪.খুশকি দূর করতে - মাথার তালুর রুক্ষতা বা খুশকি দূর করতে এই প্যাকটি বেশ কার্যকারি। তিন টেবিল চামচ অলিভ অয়েল টক দইয়ের সাথে ভাল করে মিশিয়ে প্যাকটি তৈরি করে নিতে হবে। এটি মাথার তালুতে ১০ মিনিট চক্রাকারে ম্যাসাজ করে লাগাতে হবে। এরপর ৩০ মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলতে হবে।