যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর জীবনী

যতীন্দ্রনাথ সেনগুপ্ত Jatindranath Sengupta বাংলা ভাষার কবি ও লেখক।যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম ২৬ শে জুন ১৮৮৭ সালে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পাতিলপাড়ায় মাতুলালয়ে।পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় শান্তিপুরের অদূরে হরিপুর গ্রামে। তিনি ১৯১১ সালে হাওড়ার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক পাশ করেন।ইঞ্জিনিয়ারিং পাস করে নদীয়া জেলা বোর্ড ও পরে কাশিমবাজার রাজ স্টেটে কাজ করেন।
পেশাগত জীবনে তিনি ছিলেন প্রকৌশলী এবং নদীয়া জেলা বোর্ড ও কাশিমবাজার স্টেটে তিনি ওভারসীয়ার হিসেবে কাজ করেন। বাংলা কাব্যকে তিনি সনাতন ভাবালুতা ও রহস্যময়তার নিগড় থেকে মুক্ত করতে যত্নবান ছিলেন। সেজন্য বাংলা কাব্যকে অবাস্তব কল্পনার জগৎ থেকে কঠোর বাস্তবে নিয়ে আসার ক্ষেত্রে তাকে একজন পথিকৃৎ বলা চলে। বোধগম্যতার কারণেই তার কাব্যে ব্যাঙ্গের সুর তীব্র এবং কাব্যের নামকরণও তাই ভিন্নধর্মী।
তার লেখা কয়েকটি বিখ্যাত গ্ৰন্থ হল-অনুপূর্বা,মরুমায়া, সায়ম,ত্রিযামা,কাব্য পরিমিতি,মরীচিকা,মরুশিখা, নিশান্তিকা প্রভৃতি তার কাব্যগ্রন্থ।শেষ বয়সে ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, শ্রীমদ্ভগবদগীতা, কুমারসম্ভব ইত্যাদির অনুবাদ কাজে আত্মনিয়োগ করেছিলেন।১৭ ই সেপ্টেম্বর ১৯৫৪ সালে তার প্রাণবিয়োগ ঘটে।