শরীরের কোন কোন স্থানে তিল থাকলে কি ঘটে জেনে নিন

শরীরের কোন কোন স্থানে তিল থাকলে কি ঘটে জেনে নিন

প্রতিটি ব্যক্তির শরীরের কোনও না-কোনও অংশে তিল থাকে। জ্যোতিষ শাস্ত্রে এই তিলের গুরুত্ব স্বীকার করা হয়েছে। জ্যোতিষ শাস্ত্রের একটি শাখা সমুদ্র শাস্ত্র মনে করে, শরীরের বিভিন্ন চিহ্নের মধ্যে অন্যতম চিহ্ন হল তিল, যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শরীরের বিভিন্ন অংশের তিল ব্যক্তি সম্পর্কে কিছু না-কিছু জানিয়ে থাকে। দেখে নেওয়া যাক শরীরের কোন কোন অংশের তিল কী কী ইঙ্গিত দিচ্ছে।

১.লাল রঙের তিল- কালো রঙের তিল অনেকের শরীরেই দেখা যায়। তবে কারও শরীরে যদি লাল রঙের তিল থাকে, তা হলে তা ব্যক্তির হাড়ের সমস্যার সম্ভাবনার দিকে ইশারা করে। হাড়ের ব্যথা জর্জরিত থাকেন এমন ব্যক্তি। তাই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা উচিত।

২.অনামিকা আঙুলে তিল- আবার কোনও জাতকের অনামিকা আঙুলের নীচে তিল থাকে, তা হলে তা দৃষ্টিশক্তির দুর্বলতার দিকে ইশারা করে। নিজের চোখ সম্পর্কে সচেতন থাকা উচিত এমন ব্যক্তিকে। আবার অনামিকার তৃতীয় ভাগে তিল থাকলে তা জাতকের মানসিক দুর্বলতা জাহির করে। এমন ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে।

৩.মাথায় তিল- সমুদ্র শাস্ত্র অনুযায়ী কোনও ব্যক্তির মাথায় তিল থাকলে, তাঁরা অত্যন্ত বুদ্ধিমান ও তার্কিক হন।

৪.হাতে তিল- হাতে তিল রয়েছে এমন জাতক অত্যন্ত ধনী হয়ে থাকেন। এঁদের কাছে কখনও অর্থাভাব হয় না।

৫.পায়ের তলায় তিল- সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে জাতকের পায়ের তলায় তিল থাকে, তাঁরা সারা জীবন ঘোরাফেরার সুযোগ লাভ করেন।

৬.আঙুলে তিল- অনামিকা আঙুলের নীচে সূর্য পর্বত অবস্থিত। কোনও ব্যক্তির এই অংশে তিল থাকলে, তাঁরা খুব রাগী হন। নিজের স্বভাব ও কাজের কারণে সম্মান ও প্রতিষ্ঠা ধ্বংস করে দেন এঁরা।আবার কোনও জাতকের আঙুলের দ্বিতীয় ভাগে তিল থাকলে সেটি তাঁদের দুর্বল সম্পর্কের দিকে ইশারা করে। এমন জাতকের কোনও সম্পর্কই বেশি দিন এগোতে পারে না। মা-বাবা বা জীবনসঙ্গী যে-ই হোন না কেন, তাঁদের সঙ্গে সম্পর্ক মজবুত হয় না এই জাতকদের।

৭.চোখের আশপাশে তিল- বাঁ চোখের নীচে তিল থাকলে, সেই ব্যক্তি কামুক স্বভাবের হন। এঁদের এই স্বভাবের প্রভাব দেখা দেয় তাঁদের জীবনসঙ্গীর ওপর। আবার বাঁ চোখের পালকের ওপর তিল থাকলে সেই ব্যক্তি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে থাকেন।