শেভিং করার পর মুখের জ্বালা দূর করবেন কিভাবে জেনে নিন

সব পুরুষই কমবেশি দাড়ি কাটেন। অনেকেই লম্বা দাড়ি রাখেন, আবার অনেকেই নিয়মিত দাড়ি শেভ করেন। বিশেষ করে যারা কর্পোরেট সংস্থায় কাজ করেন তারা নিয়মিত অফিসে যাওয়ার আগে প্রতিদিনই দাড়ি কামান।প্রতিদিন গালে রেজার ব্যবহার করার ফলে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক। তাছাড়া শেভ করার পরে ত্বকে জ্বালা-চুলকানিও হতে পারে।
ত্বকে র্যাশও বের হতে পারে। এর ফলে অস্বস্তি বেড়ে যায়। আবার অনেকেরই শেভ করার পর মুখে ফুসকুড়িও বের হয়ে থাকে।এসব সমস্যা থেকে বাঁচতে চাইলে, শেভ করার সময় কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। অনেক সময় মানহীন রেজার ব্যবহারের কারণে এমন সমস্যা হতে পারে। তাই সবসময় ভালো কোয়ালিটির রেজার ব্যবহার করার উচিত। জেনে নিন শেভ করার পর যা যা করা উচিত-
১.আ্যলোভেরা জেল- অ্যালোভেরার মধ্যে প্রদাহনাশকারী উপাদান রয়েছে। ফলে মুখে অ্যালোভেরা জেল মাখতে পারলে শেভিং করার পর মুখে জ্বালা, চুলকানির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এক্ষেত্রে মুখে অ্যালোভেরা জেল মাখার পর ১০ মিনিট বসে থাকুন চুপচাপ। তারপর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন। সমস্যা কমবে অনেকটাই।
২.অ্যাপেল সিডার ভিনিগার- অ্যাপেল সিডার ভিনিগারের অনেক ব্যবহার। এক্ষেত্রে এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ। এই গুণের কারণেই সমস্যা অনেকটা কমতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রথমে এই অ্যাপেল সিডার ভিনিগার গরম জলে মেশান। তারপর সুতির কাপড়ের সাহায্যে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট ছেড়ে দিন। তারপর মুখ ধুয়ে নিন। আশা করছি সমস্যা অনেকটাই কমবে।
৩.বরফ- রেজার ব্যবহারের সময় অসচেতন হলে মুখ কেটে যায়। তারপর সেই জায়গাটা জ্বলতে শুরু করে। এমনটা হলে মুখে মেখে নিন বরফ। বরফ এই সমস্যা সমাধানে দারুণ কার্যকরী হতে পারে।
৪.কলা- কলার মধ্যে থাকা খনিজ মুখের ত্বক মোলায়ম রাখতে সাহায্য করে। এক্ষেত্রে শেভিং করার পর মুখের ত্বক শুষ্ক হয়ে গেলে কলা দিয়ে মুখে ম্যাসাজ করুন। তার ১০ মিনিট বাদে মুখ ধুয়ে নিন।
৫.নারকেল তেল- শেভিং-এর কারণে মুখ জ্বালা করার সমস্যা দেখা দিলে ব্যবহার করতে পারেন নারকেল তেল। এই তেলে থাকা বিশেষ কিছু উপাদান মুখ জ্বালা কমায়।