আপনার জন্মতারিখ ও আপনার ভবিষ্যৎ

যে কোনও ব্যক্তির নিউমেরোলজিক্যাল চার্টে বার্থডে নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। যেদিন আমরা জন্মগ্রহণ করি সেই দিনটির গুরুত্ব আমাদের জীবনে অসীম। আপনার জন্মতারিখ যদি ‘৪’ হয়ে থাকে তবে জেনে নিন আপনার স্বভাবঃ-
জন্মতারিখ ‘৪’ হলেঃ-
১। এরা যেকোনও কাজ খুব যত্ন সহকারে করে থাকে।
২। এরা খুবই ডিসিপ্লিন্ড ও রেসপনসিবেল হয়।
৩। এরা পরিবারকে খুব ভালোবাসে। তবে কখনো কখনো এদের মধ্যে একগুঁয়েমি দেখতে পাওয়া যায়।
৪। এদের ওপর আত্মীয়স্বজন থেকে সহকর্মী প্রত্যেকেই ভরসা করেন।
৫। এরা একেবারেই আবেগপ্রবণ নন।
৬। এদের মধ্যে খুব ভালো সাংগঠনিক ক্ষমতা দেখতে পাওয়া যায়।
৭। এরা কোনও কাজ নিয়মের বাইরে করতে পছন্দ করেন না।
৮। এরা একটু রিজার্ভড প্রকৃতির হওয়ার দরুণ এদের অনেকেই ভুল বোঝে।
৯। এরা যদি কোনও কাজ শুরু করেন তবে সেটিকে শেষ না করে ছাড়েন না। তবে অতিরিক্ত কাজ থেকে এদের সাবধানতা অবলম্বন করা উচিত।
১০। এরা অ্যাকাউন্টস, আর্কিটেকচার, ম্যানুফ্র্যাকচার ইত্যাদি প্রফেশনে এরা সফল হতে পারেন।