ডিনারে গিয়েই গায়েব পিএনবি স্ক্যামের 'ওয়ান্টেড' মেহুল চোকসি

কোনও পাত্তাই পাচ্ছে না পুলিশ। গায়েব গুজরাটের রত্ন ব্যবসায়ী তথা পিএনবি প্রতারণা কাণ্ডের অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি(Mehul Choksi)। হন্যে হয়ে খুঁজেও হদিশ পাচ্ছে না সেখানকার পুলিশ। চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল এক সংবাদ মাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। চোকসিকে হাতে পেতে মরিয়া সিবিআই ও ইডি। কিন্তু দেশে না ফিরে অ্যান্টিগুয়াতে ছিলেন তিনি।
এরপর হঠাত্ই গায়েব হয়ে যান মেহু চোকসি। সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী, সোমবার সন্ধ্যায় একটি বিখ্যাত রেস্তরাঁয় ডিনার করতে গিয়েছিলেন মেহুল চোকসি। তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি। তাঁর গাড়ি পাওয়া গিয়েছে জলি হারবারে। কিন্তু কোনও খোঁজ নেই তাঁর। এমনটাই জানা গিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম মারফত।
৬০ বছরের মেহুল চোকসি পিএনবি দুর্নীতি কাণ্ডে ভুয়ো গ্যারান্টি দিয়ে প্রতারণা করায় অভিযুক্ত। একই মামলায় অভিযুক্ত নীরব মোদীও। সম্প্রতি রাজ্যসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, দেশে ফিরছেন নীরব মোদী, বিজয় মাল্য ও মেহুল চোকসি। সেই মতো নীরব মোদীর দেশে প্রত্যর্পণের কাজ শুরুও হয়েছিল। কিন্তু হঠাত্ই গায়েব হয়ে গেলেন মেহুল চোকসি।