সামনের মাস থেকে বদলে যাচ্ছে Bank of Baroda-র এই নিয়ম!

আগামী ১ জুন থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার চেকের টাকা তোলার নিয়ম। এবার থেকে প্রতিবার চেক ভাঙানোর আগে ব্যাঙ্ক থেকে মেসেজ আসবে চেক প্রদানকারী গ্রাহকের মোবাইল নম্বরে। সেই গ্রাহক তখন তাতে কনফার্মেশন দিলে তবেই চেকের পেমেন্ট করবে ব্যাঙ্ক। ২ লক্ষ টাকার কম অঙ্কের চেকের ক্ষেত্রে শুধু কনফার্মেশন করলেই হবে।
কিন্তু, ২ লক্ষ টাকা ও তার বেশি অঙ্কের ক্ষেত্রে চেকের ডিটেইলস কনফার্ম করে জানাতে হবে গ্রাহককে। তবেই নগদ তোলা বা অ্যাকাউন্টে টাকা ফেলা যাবে। গ্রাহক যদি ফোনে কনফার্ম না করেন, সেক্ষেত্রে চেক ক্লিয়ারেন্স করা হবে না। ভুয়ো চেক, চুরি করা চেক ইত্যাদির মাধ্যমে জালিয়াতির সংখ্যা ক্রমেই বাড়ছে। সেটি রোধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার থেকে প্রতিবার বড় অঙ্কের চেক ক্লিয়ারেন্সের আগে গ্রাহকের অনুমতি নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াসহ একাধিক রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কেও কর্মীরা বড় অঙ্কের চেক ক্লিয়ারেন্সের সময়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেন। যাঁর চেক, সেই গ্রাহককে ফোন করে কনফার্ম করেন ব্যাঙ্ককর্মীরা। ব্যাঙ্কের চেক জালিয়াতি রুখতেই এমনটা করা হয়।