অভিনয়ের ব্যবসায় দিক থেকেও সফল এই ৯ তারকা!

বলিউডের বহু তারকাই অভিনয়ের পাশাপাশি নিজের আরও একটা পরিচিতি তৈরি করেছেন। এঁদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। অনেকেই আবার উদ্যোগপতি হিসেবে নিজেদের জায়গা তৈরি করেছেন। দেখে নেওয়া যাক এই তালিকায় কারা আছেন। আলিয়া ভাট- এইটুকু বয়সেই অভিনেত্রী হিসেবে মন জয় করেছেন। এক পোশাকের ব্র্যান্ড রয়েছে আলিয়ার।
এছাড়াও ফুল ডট কম নামে এক স্টার্ট আপ সংস্থায় তিনি বিনিয়োগ করেছেন। সোনু সুদ এক স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করেছেন. এছাড়াও সঙ্কটে মানুষের পাশে দাঁড়িয়ে রেকর্ড গড়েছে তাঁর সংস্থা। বেঙ্গালুরুর এক স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করেছেন ঐশ্বর্য রাই। এছাড়াও আরও বেশ কয়েকটি ছোট ব্যবসায় তিনি বিনিয়োগ করেছেন।
শিল্পা শেট্টি একজন বিজনেস ওম্যান। ৮টি সংস্থায় বিনিয়োগ করেছেন তিনি। তার মধ্যে একটি সংস্থা হল মামা আর্থ। কে বিউটি নামে নিজস্ব ব্র্যান্ড আছে ক্যাটরিনা কাইফের। এই বিউটি ব্র্যান্ড ইতিমধ্যেই খুবই জনপ্রিয়। হেলথকেয়ার স্টার্ট আপে বিনিয়োগ করেছেন সুনীল শেট্টি।
এটি কোচির সংস্থা। প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। শ্রদ্ধা কাপুর এই কম বয়সেই উদ্যোগপতি হয়েছেন। মাই গ্ল্যাম নামে বিউটি ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন তিনি। একটি FMCG স্টার্টআপে বিনিয়োগ করেছেন দীপিকা পাডুকোন।