পাহাড়ে বাড়ছে পর্যটকদের ভিড়, আশঙ্কায় বিধি মানতে জোর প্রশাসনের

সংক্রমণের হার কমেছে অনেকটাই। দৈনিক সংক্রমণ এখন দেশে ৫০ হাজারের নীচে। বেশিরভাগ রাজ্যেই শিথিল হচ্ছে বিধিনিষেধ। তার মধ্যেই উঠছে লকডাউন। হাঁফ ছেড়ে বাঁচছেন সাধারণ মানুষ। আর ঘরে বসতে চাইছেন না। বেরিয়ে পড়ছেন ভ্রমণে। তাই পাহাড়ি পর্যটন শহরে ভিড়। সম্প্রতি হিমাচল প্রদেশে মানালি শহরের ভিড়ের ছবি প্রকাশ্যে এসেছে। সেই দেখে রীতিমতো আতঙ্কিত প্রশাসন। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে চললে করোনার তৃতীয় ঢেউ আসতে আর বেশিদিন বাকি নেই! একই আশঙ্কা প্রশাসনেরও।
বারবার জোর দিচ্ছে করোনি বিধি মানায়। পর্যটকদের আটকানোর কোনও উপায় নেই। প্রশাসনের তরফে নির্দেশ, বেড়াতে এলেও মানতে হবে সামাজিক দূরত্ববিধি। পরতে হবে মাস্ক। হিমাচলে এলে আরটিপিসিআর রিপোর্ট এখন আর দেখাতে হচ্ছে না পর্যটকদের। এই নতুন বিধির কারণেই বাড়ছে ভিড়। দেশের বেশিরভাগ রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ সরে গিয়েছে।
তবে কিছু রাজ্যে কিন্তু এখনও তা থাবা বসিয়ে রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, ২৯ জুন থেকে ৫ জুলাই দেশের ১৭টি রাজ্যের ৭৩টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। যা উদ্বেগজনক। গত সপ্তাহে দেশে মোট ৯১টি জেলায় রোজ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন শতাধিক। দেশে দৈনিক আক্রান্তের ৮০ শতাংশই ৯০টি জেলার বাসিন্দা। সেই ৯০টি জেলা ১৪টি রাজ্যে অবস্থিত। এই পরিসংখ্যানই উদ্বেগে রাখছে প্রশাসনকে। আর তাই তারা সতর্ক করছে সাধারণ মানুষকে।