অনুব্রত মণ্ডলকেও শো-কজ করল কমিশন, আজ রাতেই জবাব তলব

এবার অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে শো-কজ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে শো-কজ করা হয়েছে তাঁকে। বলা হয়েছে, আজ রাত ১১টার মধ্যে জবাব দিতে হবে অনুব্রত মন্ডলকে। কেন শো-কজ? কমিশন সূত্রে জানা গিয়েছে, দুটি মন্তব্যের জন্য কেষ্ট মণ্ডলকে শো-কজ করা হয়েছে। এক, তিনি বলেছেন, জেলায় জেলায় ভয়ঙ্কর খেলা হবে।
রেফারি হবে কমিশন। দুই, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারির পর অনুব্রত বলেছিলেন, কমিশন ধৃতরাষ্ট্র। দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের বেলায় চোখ বুজে রয়েছে।এদিন শো-কজ পাওয়ার পর অনুব্রত বলেছেন, 'আমি শো-কজ পেয়েছি। দেখলাম ওখানে বলা হয়েছে, আমি বলেছি খেলা হবে। তো খেলা তো হবেই।
আমি তো এখনও বলছি খেলা হবে। কত রকম খেলা আছে। ফুটবল…ক্রিকেট। ওদের মোদী, নাড্ডাও তো বলছেন খেলা হবে।' উনিশের লোকসভা ভোটের দিন অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছিল কমিশন। তাঁর থেকে নিয়ে নেওয়া হয়েছিল মোবাইল ফোন। এই নির্দেশের পড়ে অনুব্রত হাসতে হাসতে বলেছিলেন, 'মোবাইল নিয়েছে। ল্যান্ড ফোন তো আছে! ওতেই ভোট হবে।' দেখা গিয়েছিল, জেলার দুটি আসনই বড় ব্যবধানে জিতেছিল তৃণমূল।
প্রসঙ্গত এদিনই বিজেপির তিন নেতার বিরুদ্ধে পদক্ষেপ করেছে কমিশন। রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা যারই করা হয়েছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নোটিস পাঠিয়েছে কমিশন। বলা হয়েছে বুধবার সকাল ১০টার মধ্যে জবা দিতে হবে। একইসঙ্গে নন্দীগ্রামে সাম্প্রদায়িক লাইনে বক্তৃতা করার জন্য শুভেন্দু অধিকারীকে সতর্ক করেছে কমিশন।