শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে যৌনাচারের চাঞ্চল্যকর অভিযোগ অভিনেত্রীর

তৃণমূল সাংসদ এবং বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিগ বস (Bigg Boss 5) পঞ্চম সিজনের প্রতিযোগী পূজা মিশ্রা (Pooja Mishra)। অভিনেত্রীর দাবি, কালা যাদু এবং সেক্স স্ক্যামে জড়িত শ্ত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। পূজার অভিযোগের আঙুল সিনহা পরিবারের দিকেও উঠেছে। তাঁর দাবি, বলি অভিনেতা ও গোটা সিনহা পরিবার তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছেন।
তাঁকে অবৈধ যৌনাচারে লিপ্ত হতে বাধ্য করিয়েছেন বলে মারাত্মক দাবি পূজার। অভিনেত্রী পূজা মিশ্রের দাবিতে চাঞ্চল্য গোটা বলিপাড়ায়। শত্রুঘ্ন সিনহা ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক করেছেন অভিনেত্রী। সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে পূজার দাবি, শত্রুঘ্ন সিনহা মাদক দিয়ে বেঁহুশ করিয়ে তাঁকে দেহব্যবসা করিয়েছে।
অভিনেত্রীর কথায়,''মেয়ে সোনাক্ষীকে স্টার বানাতে আমার ভার্জিনিটি বেচে দিয়েছিলেন শত্রুঘ্ন।'' এখানেই শেষ নয়, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। বিষোদগার করতে ছাড়েননি সিনিয়র এই অভিনেতার স্ত্রী ও মেয়ের নামেও। এমনকী পূজার অভিযোগে উঠে এসেছে সলমান খান ও তাঁর ভাইদের নামও। ইনকাম ট্যাক্স অফিসারের মেয়ে পূজা।
সংবাদমাধ্যমে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী বলেন, ''আমার বাবা সিনহা পরিবারকে কত সাহায্য করেছেন, কিন্তু ওরা গোটা পরিবার আমার কেরিয়ার, আমার জীবন ধ্বংস করে দিল। শত্রুঘ্ন সিনহার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওঁকে ওঁর বন্ধুদের কোটি কোটি টাকা সাহায্য করে এসেছেন। গত ২০ বছর ধরে ওঁরা আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছে। আমার বাবা যখন মুম্বইয়ে কাজ করতেন, তখন পুনম সিনহা (Shatrughan Sinha Wife) তাঁর ব্রেনওয়াশ করে বলেন বলিউডে বেশ্যারা কাজ করে।
'' পূজার সংযোজন, ''এত বড় ধোঁকাবাজ উনি, আজ ওঁর নিজের মেয়ে সোনাক্ষী সিনহা বলিউডে সিনেমা করছে। অথচ আমার পথ বন্ধ করতে আমার বাবার ব্রেন ওয়াশ করলেন। বাবা ২০০৫-এ রিটায়ারমেন্টের পর পুনে চলে যায়। আমি একাই ভিডিয়োকন গেস্ট হাউসে থাকতাম। তখন আমার উপরের ঘরে বসে পুনম ও শত্রুঘ্ন সিনহা আমার উপর ব্ল্যাক ম্যাজিক করত। ওদের ভয় ছিল আমি ওদের থেকে না বেশি বিখ্যাত হয়ে যাই।
আমার ৩৫টা ফিল্ম ওঁরা চুরি করে নিয়েছে। প্রতিবার নিজেদের কথা শাহরুখ খান, সলমান খানের নাম নিয়ে বলে দাবি করেছে এটা নাকি ওরা বলেছে। '' প্রাক্তন বিগ বস প্রতিযোগীর অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। পুনমকে উনি লোভী, রাক্ষসী বলে গালিগালাজও করেন। পূজার কথায়, ''২০০৯ সালে আমি একবার ওদের বাড়ি গিয়েছিলাম।
সামনে শত্রুঘ্ন সিনহার জন্মদিন আসছিল বলে আমি ওঁর জন্য সেন্টেড ক্যান্ডেলস নিয়ে গিয়েছিলাম। ওঁর বউ এতটাই ইনসিকিওর যে ভাইয়ের মতো বন্ধুর মেয়েকেও বিশ্বাস করে না। সেদিন আমাকে কিসব খাইয়ে কালা যাদু করেছিল ওঁরা।'' সিনহা পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে পূজার অভিযোগ, তারা পূজার অবর্তমানে তার জিনিস চুরি করে সোনাক্ষীকে পড়াতেন।
শুধু তাই নয়, তাঁর মিডিয়া কনট্যাক্টস স্পনসর চুরি করে সোনাক্ষীকে দিয়েছেন বলে অভিযোগ এনেছেন অভিনেত্রী। পূজার অভিযোগ, ''আমাকে মাদক খাইয়ে দেহ ব্যবসা করাত ওঁরা। আমার শরীর বেচেই বড় লোক হয়েছে। ২-৩ বছর আগেও বেহুঁশ অবস্থায় আমার ফায়দা তুলেছেন শত্রুঘ্ন সিনহা। ১৭ বছর ধরে এই অত্যাচার চলেছে। অন্য কেউ আমার জায়গায় থাকলে আত্মহত্যা করে ফেলত এতদিনে।''
বিগ বসে সুযোগ পাওয়া নিয়েও অভিযোগ করেছেন পূজা। তিনি বলেন, ''সলমান খান আমাকে খুব ভালোবাসেন। ও অনেক আগে থেকেই চাইতেন আমি বিগ বসে অংশ নিই কিন্তু এই সিনহা দম্পত্তির কারণে তা হয়নি। শেষ অবধি আমি বিগ বসে যাই। কিন্তু, তারপর যখন আমি বিখ্যাত হয়ে তখন হিংসেই জ্বলত ওরা।
দবং ৩-এ কাস্টিংয়ের কথাও চলছিল, তখন ফের পথের কাঁটা হয়ে দাঁড়ায় শত্রুঘ্ন-পুনম। আমাকে জোর করে রিহ্যাবে পাঠিয়ে দেয়। আমার জীবনটা শেষ করে দিয়েছে ওরা।'' পূজা মিশ্রার একের পর এক বিস্ফোরক অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিতে। কিন্তু, এবিষয়ে সিনহা পরিবার বা শত্রুঘ্ন সিনহার তরফে কোনও প্রতিক্রিয়ায় মেলেনি।