YouTube-এ জুড়তে চলেছে নয়া ট্রান্সলেশন ফিচার

YouTube: সবার প্রথমে যে প্রশ্নটা মাথাচাড়া দিয়ে ওঠে, তা হল এই যে নতুন ফিচারটার কি খুব প্রয়োজন ছিল? কেন না, কারও যদি ইংরেজি ভাষা পড়া এবং তা বোঝা নিয়ে অসুবিধা থাকে, তাহলে নিজের ভাষায় তা অনুবাদ করে নেওয়ার সুবিধা তো হাতের কাছে পাওয়াই যায় Chrome-এর Google Translate এক্সটেনশনের সাহায্যে! তা সত্ত্বেও YouTube-এর এই উদ্যোগকে স্বাগত জানাতেই হয়। কেন না, Chrome আপডেটেড না থাকলে এই Google Translate এক্সটেনশনের সুবিধা উপভোগ করা যায় না।
যাঁরা খুব একটা টেক স্যাভি নন, তাঁদের পক্ষে সব কিছু নিয়ে আপডেটেড থাকা একটা সমস্যা বই কি! আবার ঠিক এই এক কারণে Chrome-এর এই ফিচারের কথাও অনেক ইউজার জানেন না, জানতে পারলেও কী ভাবে তা ব্যবহার করতে হবে, সেটা নিয়ে অসুবিধা থেকেই যায়। তাই এই অসুবিধা দূর করতে এবার নিজের মতো করে পদক্ষেপ করছে YouTube। এই যে নতুন ট্রান্সলেশন ফিচার আনতে চলেছে সংস্থা, তা খুব সহজেই ভিডিও সংক্রান্ত যাবতীয় তথ্য ইউজারের মাতৃভাষায় অনুবাদ করে দেবে।
এক্ষেত্রে যখনই কোনও ভিডিওয় ক্লিক করা হবে, সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠবে একটা পপ-আপ। সেই পপ-আপ জানতে চাইবে যে ইউজার ভিডিওর সঙ্গে লেখা তথ্য অনুবাদ করতে চান কি না! এক্ষেত্রে অনুমতি দিয়ে নিজের ভাষাটি বেছে নিলেই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ক্যাপশন এবং আর যা কিছু তথ্য সব বেছে নেওয়া ভাষায় অনুবাদিত হয়ে যাবে। অ্যান্ড্রয়েড পুলিশ (Android Police) নামের এক সংস্থা সম্প্রতি এই তথ্য পেশ করেছে। জানিয়েছে যে আপাতত এই ট্রান্সলেশন ফিচার নিয়ে টেস্টিংয়ের কাজ চলছে YouTube-এ।
যা অ্যাপ এবং ডেস্কটপ- এই দুই ভার্সনেই উপলব্ধ হবে। আপাতত টেস্টিং পর্যায়ে এই ফিচার শুধুমাত্র ইংরেজি থেকে পোর্তুগিজ ভাষায় তথ্য অনুবাদের কাজ হচ্ছে। টেস্টিং সফল হলে অন্য ভাষাও যুক্ত করা হবে বলে দাবি করেছে অ্যান্ড্রয়েড পুলিশ। এই প্রসঙ্গে আরেকটা কথাও বলে না নিলেই নয়! YouTube যে ইউজারের স্থানীয় ভাষা নিয়ে কোনও পদক্ষেপই করেনি এর আগে, তেমনটা কিন্তু নয়।
জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে স্থানীয় ভাষায় সার্চ করার অপশন অনেক দিন হল চালু আছে। তবে তা কতটা প্রাসঙ্গিক এবং যথাযথ, সেই প্রশ্নও ওঠে মাঝে মাঝেই। সেই দিক থেকে যতই এই অনুবাদের কাজে Google Translation AI-এর সাহায্য নেওয়া হোক না কেন, তা তুলনামূলক ভাবে উন্নত পরিষেবা দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।