মুর্শিদাবাদে ৯০টি জালনোট সহ ধৃত বাংলাদেশি নাগরিক মহম্মদ মুন্না

মুর্শিদাবাদে  ৯০টি জালনোট সহ ধৃত বাংলাদেশি নাগরিক মহম্মদ মুন্না

পশ্চিমবঙ্গে উত্‍সবের মরসুম শুরু হওয়ার আগে পুলিশের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ থেকে ভারতে জালনোট ছড়াতে এসেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মুর্শিদাবাদের অরঙ্গাবাদ-বাগশিরাপাড়াতে অভিযান চালায়। সেখান থেকে মহম্মদ মুন্না নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের বয়স ২৫। তার কাছ থেকে ৯০টি জাল ২০০০ টাকার নোট পাওয়া গিয়েছে।

শুক্রবারই জঙ্গিপুর আদালতে তোলা হয়েছে ধৃতকে। পুলিশি হেফাজতের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মুন্নার বাড়ি বাংলাদেশের শিবগঞ্জ থানা এলাকায়। বৃহস্পতিবার সে রামনাথপুর-বাগশিরাপাড়া দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পার করে মুর্শিদাবাদে ঢোকে। পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি মহম্মদ মুন্না মুর্শিদাবাদে এক ব্যক্তির কাছে ওই জালনোটগুলি দিতে এসেছিল।

তবে এই চক্রে আর কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।' উদ্ধার হওয়া জালনোটগুলিতে 'সিকিউরিটি ফিচারস' বেশ উন্নত মানের বলেই জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, জালনোটগুলি সম্ভবত পাকিস্তানে তৈরি হয়েছিল। তারপর হাত ঘুরে বাংলাদেশ হয়ে ভারতে এসেছে। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যে উত্‍সবের মরসুম শুরু হতে চলেছে। তখন দোকান-বাজারে কেনাকাটার পরিমাণ বাড়তে পারে। সেই সুযোগে ভারতের বাজারে এই নোটগুলি চালানোর পরিকল্পনা ছিল জালনোট চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের।