জীবনে প্রচুর শত্রু? এই মন্ত্র পাঠে শত্রুনাশ নিশ্চিত

ভগবানের কাছে পৌঁছনোর একটাই মাত্র মাধ্যম, তা হল মন্ত্র। ব্যস্ত জীবনে সামান্য একটু সময় বের করে যদি মন্ত্র জপ করা যায়, তবে আপনিও পেতে পারেন অসাধারণ ফল। আপনি কি বুঝতে পারছেন, আপনার প্রচুর শত্রু? শত্রুর মোকাবিলা করা যাচ্ছে না।
গৃহশত্রু, বহিঃশত্রু ও গুপ্তশত্রুতায় জেরবার অবস্থা। শত্রুদের হাত থেকে রক্ষা পেতে, যারা শত্রুতা করছে, তাদের মুখ চিন্তা করতে করতে এই মন্ত্রটি সকালে মা বগলামুখীর ছবির সামনে স্নানের পর ও সন্ধ্যায় পাঠ করলে অসাধারণ ফল পাওয়া যায়।
আসুন দেখে নেওয়া যাক কী মন্ত্র জপ করবেন: মন্ত্র:
‘নমঃ হ্লীং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয়ঃ জিহ্বাং কীলয় কীলয় পর বুদ্ধিং নাশয় নাশয় নমঃ হ্লীং বগলামুখী দেবীং স্বাহা’।
(প্রতিদিন আটবার বা একশো আটবার)।