জেনে নিন ত্বকের পরিচর্যা কিভাবে করে গোলাপজল

জেনে নিন ত্বকের পরিচর্যা কিভাবে করে গোলাপজল

প্রাচীন যুগ থেকেই ত্বক পরিচর্যার ক্ষেত্রে গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। রানী ক্লিওপেট্রাও নিজের রূপচর্চায় অন্যতম উপাদান হিসেবে গোলাপ জল ব্যবহার করতেন। তাছাড়াও বর্তমানে দৈনন্দিন সাজগোজ মেকাপের সময় অন্যতম একটি অপরিহার্য উপাদান হলো গোলাপজল। প্রাকৃতিক ভাবে তৈরী এই উপাদানটি ত্বকের নানান সমস্যা দূর করতে সহায়তা করে। ত্বকের কালচে ভাব, শুষ্কতা, রোদে পোড়া দাগ, ঠোঁটে কালো দাগ এ সমস্ত কমাতে, ত্বককে এক্সফেলিয়েট করে উজ্জ্বল করতে সহায়তা করে। তাহলে জেনে নেওয়া যাক এই ত্বকের যত্নে গোলাপজল এর উপকারিতা সম্পর্কে।

১.ত্বককে টোনিং করে- ত্বকে প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে গোলাপজল। এটি ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য প্রদান করে থাকে। গোলাপের নির্যাস থেকে পাওয়া উপাদানগুলি ত্বককে ভেতর থেকে মসৃন নরম এবং উজ্জ্বল করে তোলে।

২.পি এইচ এর ভারসাম্য রক্ষা করে- মুখের যত্নে গোলাপ জলের ব্যবহার অন্যতম একটি মুখ্য বিষয়। এটি ত্বককে অভ্যন্তরীণভাবে সুস্থ-সুন্দর থাকতে সহায়তা করে। মূলত ত্বকের পিএইচ মাত্রা ৪.১ থেকে ৫.৮। সে ক্ষেত্রে গোলাপ জলের মধ্যে ৪.০ থেকে ৪.৫ পিএইচ মাত্রা রয়েছে। যার ফলে সমীক্ষায় দেখা গিয়েছে ত্বকের যেকোনো ধরনের জ্বালা কিংবা লালচে ভাব এর পরিমাণ কমাতে, ত্বকের প্রাকৃতিক পিএইচ ভারসাম্য বজায় রাখতে গোলাপজল সহায়তা করে থাকে।

৩.ব্রণ দূর করতে- দিন দিন পরিবেশ দূষণ যেভাবে বেড়ে চলেছে সে ক্ষেত্রে তার প্রভাব ত্বকেও পড়তে দেখা যাচ্ছে। যার ফলে ব্রণ ও ফুসকুড়ি এসমস্ত সমস্যাগুলি নিয়মিত লেগেই রয়েছে। তবে এক্ষেত্রে গোলাপ জলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানগুলি থাকায় এটি ব্রণ কম করতে এবং ব্রণের দাগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। 

৪.ত্বককে আদ্র রাখতে- ত্বক সুস্থ আর্দ্র থাকুক এটা সকলেই চায়। সেক্ষেত্রে গোলাপ জলের ব্যবহার অপরিহার্য। এর মধ্যে থাকা উপাদান গুলি ত্বককে ভেতর থেকে আর্দ্রতা প্রদান করে থাকে।

৫.ত্বকের ফোলাভাব কমাতে- অনেক সময় মুখের ত্বকে কিংবা চোখের তলায় এক ধরনের ফোলা ভাব দেখা যায়, যা হঠাৎ করে দেখতে খারাপ লাগে। এক্ষেত্রে ত্বককে ঠান্ডা ভাব প্রদান করে ফোলা ভাব কমাতে সহায়তা করে গোলাপজল।

৬.বার্ধক্য দূর করতে- হঠাৎ কোনও রোগ ভোগের পড়ে কিংবা অত্যধিক মেকআপ ব্যবহারের ফলে অকালেই ত্বক ঝুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে ত্বকের বয়স আটকানোর জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো গোলাপজল। ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলে। গোলাপ জলের মধ্যে থাকা উপাদানগুলি ত্বককে সতেজ রাখে এবং ত্বকের বার্ধক্য কম করতে সহায়তা করে।

৭.রোদে পোড়া ভাব দূর করতে- গ্রীষ্মকালীন দেশে থাকার কারণে রোদে পোড়া দাগ বা ট্যানের সমস্যা সকলেরই রয়েছে। কারও কম, কারও বেশি। এক্ষেত্রে ব্যয়বহুল কোন উপাদান ব্যবহার না করে গোলাপ জলের মাধ্যমে প্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন। এটি ত্বককে ঠান্ডা রাখতে এবং রোদে পোড়া দাগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।