মেহেদী এর রং গাঢ় করবেন কিভাবে জেনে নিন

মেহেদী Henna ছাড়া যে কোন উৎসব অসম্পূর্ণ। উৎসবের আনন্দের একটি বড় অংশ জুড়েই থাকে মেহেদি। গাছ থেকে মেহেদি পাতা ছিঁড়ে সেগুলো পাটায় পিষে নেওয়া থেকে শুরু করে রাত জেগে হাতে মেহেদি লাগানো, সবকিছুতে থাকে আনন্দ আর উচ্ছ্বাস। পাশাপাশি তরুণীদের মাঝে চলে কার মেহেদির রং কত বেশি গাঢ় তা নিয়ে প্রতিযোগীতা।
এত কষ্ট করে মেহেদি দেয়ার পর যদি রঙ টাই ঠিক মত না হয় তাহলে পুরো আনন্দটাই মাটি হয়ে যায়। কেমিক্যাল মেহেদির রঙ তো নিমিষেই গাঢ় হয়ে যায়। কিন্তু তা ত্বকের জন্য ক্ষতিকর। ন্যাচারাল মেহেদির রঙ গাঢ় করতে চাইলে কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। তাহলে জেনে নেওয়া যাক এই পদ্ধতি গুলো সম্পর্কে।
১.লেবুর রস- মেহেদী শুকিয়ে যাওয়ার পর লেবুর রসে চিনি গুলিয়ে সেই প্রলেপ হাতে লাগান। এটি শুকিয়ে গেলে হাত মুছে ফেলুন। এতে রং গাঢ় এবং দীর্ঘস্থায়ী হয়।
২.লবঙ্গ- একটি লোহার কড়াইয়ে কয়েকটি লবঙ্গ রেখে হালকা আঁচের উপর রাখুন। কড়াই থেকে ধোঁয়া বের হতে শুরু করলে হাত দুটি কড়াইয়ের উপর রাখুন। এতেই গাঢ় ও পাকা হবে মেহেদীর রং।
৩.ম্যানিকিওর- মেহেদী লাগানোর আগে হাত ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। লক্ষ রাখবেন, হাতের সব ময়লা যেন দূর হয়। হাতে ময়লা, বিশেষ করে মৃত চামড়ার কোষ থাকলে মেহেদী ঠিকমতো বসে না। সবচেয়ে ভালো হয় ম্যানিকিওর করিয়ে নিলে।
৪.গরম রাখতে হবে- মেহেদী তুলে ফেলার পর হাতকে গরম রাখুন। সবচেয়ে ভালো হয় হাতে ভিক্স বা অন্য কোনো ব্র্যান্ডের সর্দি-কাশির বাম লাগিয়ে ঘুমাতে গেলে। এতে সারা রাতই হাত থাকবে গরম। সকালে উঠে পাবেন সুন্দর গাঢ় রং।