ত্বকের জন্য লবঙ্গ তেল এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিন

ত্বকের জন্য লবঙ্গ তেল এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিন

আমাদের ত্বক খুবই স্পর্শকাতর। অল্পতেই নানা ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তো ভেবে-চিন্তে প্রসাধনী ব্যবহার করা উচিত। বিশেষ করে কোন প্রসাধনীতে কেমন ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে, তা দেখে নেওয়াটা আবশ্যিক। হতে তো পারে কোনও ক্যামিকেলের কারণে ত্বকের ক্ষতি হয়ে গেল।তাই ত্বকের যত্ন করতে লবঙ্গ তেল ব্যবহার করা যেতে পারে।নিয়মিত লবঙ্গ তেল মুখে লাগিয়ে মালিশ করলে ত্বকের সৌন্দর্য তো বাড়বেই। সঙ্গে বোনাস হিসেবে আরও এমন সব উপকার মিলবে যে প্রসাধনী ব্যবহারের প্রয়োজনই পড়বে না। তাহলে জেনে নেওয়া যাক ত্বকের যত্নে লবঙ্গ তেল এর উপকারিতা সম্পর্কে।

১.ব্রণ দূর করে- লবঙ্গ ব্রণ দূর করতে বেশ কার্যকর। তবে ব্রণের ওপর সরাসরি লবঙ্গ ব্যবহার না করাই ভালো। লবঙ্গ গুঁড়ো করে এর সঙ্গে সামান্য অলিভ অয়েল অথবা নারকেল তেল মিশিয়ে ব্রণের ওপর লাগাতে হবে। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। দেখবেন ত্বকের ব্রণ সহজেই দূর হয়ে যাবে।

২.ত্বকের দাগ দূর করে- নিয়মিত লবঙ্গের তেল দিয়ে ত্বক ম্যাসাজ করতে হবে। এতে ত্বকের সব ধরনের দাগ দূর হবে এবং ত্বক নরম ও মসৃণ হবে। তবে ঘুমানোর আগে এই তেল দিয়ে ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যায়।

৩.বলিরেখা দূর করে- লবঙ্গের তেলের সঙ্গে যে কোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়মিত ত্বকে ম্যাসাজ করতে হবে। এর ফলে ঝুলে যাওয়া ত্বক টানটান হবে এবং ত্বকের বলিরেখা সহজেই দূর হবে।

৪.ত্বকের আর্দ্রতা ধরে রাখে- ক্রিম বা লোশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে হবে। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

৫.মেকাপ এর পর ত্বক মসৃণ করতে হলে- যদি মেকআপের পর মসৃণ ত্বক চান, তাহলে ফাউন্ডেশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিতে হবে। এটি ত্বককে তেলতেলে করবে না আবার মসৃণও রাখবে।