ডার্ক সার্কেল দূর করার কিছু উপায় সম্পর্কে জেনে রাখুন

ডার্ক সার্কেল। পুরুষ, মহিলা নির্বিশেষে এক বিষম সমস্যা। ঘুম কম হওয়া, মানসিক চাপ, অবসাদ, হরমোনের পরিবর্তন এইসব কারণেই চোখের চারধারে কালো ছোপ পড়ে যায়। যাকে ডার্ক সার্কেল বলে অভিহিত করা হয়। এই ডার্ক সার্কেল তাড়ানোর জন্য বাজারে অনেক সিন্থেটিক সিরাম, ক্রিম পাওয়া যায়। তবে সেসবের থেকে ঘরোয়া টোটকা আপনার স্বাস্থ্য ও ত্বক দুয়ের পক্ষেই ভালো।এই ঘরোয়া উপায় এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাহলে জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া উপায় সম্পর্কে যেগুলো ডার্ক সার্কেল দূর করে।
১.গোলাপ জল- গোলাপ জল ডার্ক সার্কেল দূর করতে খুব উপকারী উপাদান। গোলাপজলে তুলো ভিজিয়ে ১০ মিনিট চোখের পাতার উপর দিয়ে রাখতে হবে। তাহলে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়া যায়।
২.শশা- টাটকা শশা গোল গোল করে কেটে ফ্রিজে রাখতে হবে। এবার এই ঠান্ডা শশার টুকরো ১০-১৫ মিনিট চোখের উপর দিয়ে রাখতে হবে। তাহলে উপকার পাওয়া যায় এই ডার্ক সার্কেল থেকে।
৩.টমেটো- ১ চা চামচ টমেটো রসের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে চোখের চারদিকে ডার্ক সার্কেল-এর উপর লাগাতে হবে। ১০ মিনিট রাখতে হবে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৪.আলুর স্লাইস- আলু ত্বকের জন্য খুবই অপরিহার্য উপাদান।খোসা ছাড়ানো আলুটাকে পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে। বন্ধ চোখের উপর ১৫-২০ মিনিট রাখতে হবে। তাহলে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়া যায়।
৫.ঠান্ডা টি ব্যাগ- এমনি টি ব্যাগ বা গ্রিন টি ব্যাগ জলে ভিজিয়ে প্রথমে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর ঠান্ডা টি ব্যাগ ১০ মিনিট চোখের উপর দিয়ে রাখতে হবে।
৬.কমলার রস- কমলালেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশাতে হবে। তারপর সেই মিশ্রণ ডার্ক সার্কেলের উপর লাগিয়ে রাখতে হবে।
৭.আমন্ড অয়েল- রোজ রাতে শোওয়ার আগে ডার্ক সার্কেলের উপর আমন্ড অয়েল লাগিয়ে হাল্কা ম্যাসেজ করতে হবে। তারপর ঘুম থেকে উঠে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে।
৮.যোগব্যায়াম ও ধ্যান- অনিদ্রা, অবসাদ, মানসিক চাপ থেকে চোখের চারধারে ডার্ক সার্কেল হয়। রোজ যোগব্যায়াম ও ধ্যান করলে এই সমস্যা থেকে রেহাই মেলা নিশ্চিত।