অশুভ কিছু যোগ সম্পর্কে জেনে নিন

চিরকুমার যোগ
যদি সপ্তমপতি দুঃস্থানগত হয় বা শত্রুগৃহে বসে থাকে বা শনি ও মঙ্গল সপ্তমে দৃষ্টি দেয় বা সপ্তমপতি কোনও ভাবে লগ্ন, ষষ্ঠ ও দশম ভাবের সঙ্গে যুক্ত থাকে তাহলে চিরকুমার যোগ হয়।
বিদ্যালাভে বাধা যোগ
বুধ, বৃহস্পতি ও চতুর্থপতি যদি অশুভ ভাব অর্থাৎ ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশভাবে থাকে বা কোনও ভাবে এই সমস্ত ভাবের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত থাকে তাহলে বিদ্যালাভে বাধা আসে।
আর্থিক দুরবস্থা যোগ
দ্বিতীয়পতি দুঃস্থানগত হলে বা দ্বিতীয়ে অশুভ গ্রহ থাকলে বা দৃষ্টি দিলে এবং এর সঙ্গে বুধ এবং চন্দ্র পীড়িত হলে জাতক দেউলিয়া হতে পারে।
বিষ যোগ
শনি এবং রবি রাশি চক্রে এক সঙ্গে থাকলে এই যোগের সৃষ্টি হয়। যেহেতু দুটো গ্রহ একে অপরের শত্রু, এই দুটো গ্রহ একত্রে থাকলে বিষ যোগের সৃষ্টি হয়।
গ্রহন যোগ
যখন রাশি চক্রে এক জায়গায় রবি ও রাহু বা চন্দ্র ও রাহু অবস্থান করে তখন গ্রহন দোষ বলা হয়। অর্থাৎ রাহু, রবি এবং চন্দ্রকে গ্রাস করার ফলে গ্রহণ যোগ সৃষ্টি হয়।
মাতৃবিয়োগ যোগ
চন্দ্র পাপগ্রহ যুক্ত হয়ে যদি ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত তাহলে মাতার শরীরের অসুস্থতা বাড়বে, এবং কোনও ক্ষেত্রে মাতৃ বিয়োগ হবে।