জেনে রাখুন শরীরের সুস্থতায় ছাড়া লেবুর খোসা আর কি কাজে লাগে

ফল অনেক মানুষ খেতে ভালোবাসে।এই ফলের উপকারিতা অনেক।এই ফলের মধ্যে অন্যতম হলো লেবু।লেবু একটি উপকারী ফল।এটি শরীরের নানা রোগের ওষুধ। কিন্তু লেবু খাওয়া এর পর অনেক মানুষ খোসাটা ফেলে দিয়ে থাকে। অনেকেই ভাবে লেবুর খোসা এর কোনো উপকারে আসে না।
কিন্তু লেবু যেমন উপকারী এর খোসা তেমনি উপকারী। শরীরের সমস্যা ছাড়াও এটি টিপস হিসেবে অনেক মানুষ এর ব্যবহারে আসবে। তাহলে জেনে নেওয়া যাক এটি মানুষের কি কি কাজে লাগে।
১.হাতের গন্ধ দূর করতে- অনেক সময় কিছু সবজি আছে যেগুলো কাটার পর হাত থেকে গন্ধ যেতে চায় না।যেমন পেঁয়াজ, রসুন এগুলো কাটার পর হাতে গন্ধ রয়ে যায়।এই সময় একটুকরো লেবুর খোসা হাতে ঘষে নিয়ে হাত ধুয়ে নিলে গন্ধ চলে যায়।
২.কাপড়ের দাগ দূর করতে- অনেক সময় বিভিন্ন কারণে নতুন কাপড়ে দাগ লেগে যায়। সহজে দাগ উঠতে চায় না।এই সময় দাগের ওপর কয়েক ফোঁটা লেবুর রস ফেলে দিয়ে লেবুর খোসা দিয়ে ঘষে নিতে হবে। তাহলে দাগ উঠে যায়।
৩.ঘামের দূর্গন্ধ দূর করতে- গ্ৰীষ্মকালে সব মানুষ এর প্রচন্ড ঘাম বের হয়। ফলে শরীর থেকে ঘাম এর দূর্গন্ধ বের হয়।এই দূর্গন্ধ দূর করতে লেবুর খোসা নিয়ে বগল সহ শরীরে ঘষে স্নান করে নিলে দূর্গন্ধ দূর হয়ে যায়।
৪.কাটিং বোর্ড এর দূর্গন্ধ দূর করতে- অনেক সময় কাটিং বোর্ড থেকে বিশ্রী গন্ধ বের হয়। এক্ষেত্রে কাটিং বোর্ড এর ওপর একটু নুন ছড়িয়ে লেবুর খোসা ঘষে নিতে হবে। তাহলে এই দূর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে।
৫.বাথটাব পরিষ্কার করতে- অনেক মানুষ আছে যারা বাথটাব পরিষ্কার করতে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা ফিনাইনের সাহায্য নিয়ে থাকে। কিন্তু এই বাথটাব পরিষ্কার করতে লেবুর খোসা কার্যকরী ভূমিকা পালন করে।
৬.ওভেন পরিষ্কার রাখতে- প্রায় মানুষ ওভেনে রান্না করে থাকে। অনেক সময় ভাতের ফ্যান বা তরকারি উপচে পড়ে ওভেন নোংরা হয়ে যায় ও গন্ধ ছাড়ে।এই সময় একটি বাটিতে জল গরম করে নিয়ে লেবুর খোসা ঐ জলে ভিজিয়ে ওভেন মুছলে ওভেন এর গন্ধ চলে যাবে ও ওভেন পরিষ্কার থাকবে।