আইআইটি কানপুরে জুনিয়র টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগ চলছে

আইআইটি কানপুরে জুনিয়র টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগ চলছে

সম্প্রতি আইআইটি কানপুরের (IIT Kanpur) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ইত্যাদি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আইআইটি কানপুরের রিক্রুটমেন্ট পোর্টালে oag.iitk.ac.in/Oa_Rec_Pg/ গিয়ে খোঁজ নিতে পারেন।

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৬ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রদত্ত ওয়েবসাইটেই oag.iitk.ac.in/Oa_Rec_Pg/ আবেদনপত্র পেয়ে যাবেন। বিজ্ঞপ্তিতে কোনও প্রকারের বদল আনা হলে তা পূর্ব থেকে প্রার্থীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

প্রতিষ্ঠানের তরফে মোট ৯৫টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।

ডেপুটি রেজিস্ট্রার: ৩টি পদ

অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: ৯টি পদ

হিন্দি অফিসার: ১টি পদ

স্টুডেন্টস কাউন্সিলার: ১টি পদ

জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেনডেন্ট: ১২টি পদ

জুনিয়র সুপারিন্টেনডেন্ট: ১৫টি পদ

ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাকটর: ৪টি পদ

জুনিয়র টেকনিশিয়ান: ১৭টি পদ

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৩১টি পদ

ড্রাইভার: ১টি পদ

সংস্থা: আইআইটি কানপুর (IIT Kanpur)

পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, হিন্দি অফিসার, স্টুডেন্টস কাউন্সিলার, জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেনডেন্ট, জুনিয়র সুপারিন্টেনডেন্ট, ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাকটর, জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার

শূন্যপদের সংখ্যা: ৯৫

কাজের স্থান: কানপুর

কাজের ধরন: স্থায়ী পদ

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ১৬.১১.২০২১

আবেদনকারী প্রার্থীদের গ্রুপ ‘এ’ পদের জন্য ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। গ্রুপ ‘বি’ এবং ‘সি’ পদের জন্য ২২০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তফসিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।প্রার্থীদের উল্লিখিত পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।