ইন্ডিয়ান আর্মিতে চাকরি! অবিবাহিত পুরুষ, মহিলারাই আবেদন করতে পারবে

দেশজুড়ে ভারতীয় সেনায় নিয়োগ। শর্ট সার্ভিস কমিশন অর্থাত্ SSC পদে এই নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন। তবে তাঁকে অবিবাহিত হতে হবে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে।
মোট ১৮৯ টি পদে অফিসার ট্রেনিং একাডেমি(OTA), চেন্নাইয়ে এই নিয়োগ করা হবে। পদের নাম হল হল: SSC(TECH) পুরুষ দের জন্য শূন্যপদ ১৭৫ টি, মহিলাদের জন্য ১৪ টি। যেসব সেনা কর্মীরা মারা গেছেন তাঁদের স্ত্রীরাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শূন্যপদ ২ টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে। পাশাপাশি যারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে পাঠরত তারাও আবেদনযোগ্য। তবে শর্তাবলী প্রযোজ্য। উইডোজ দের ক্ষেত্রে (Non-Tech) পদের জন্য যেকোনো শাখায় স্নাতক পাশ এবং (Tech) পদের জন্য B.E/B.TECH পাশ।
বয়স: সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে।
এই ট্রেনিংয়ের পর ভারতীয় সেনায় উচ্চপদস্থ পদে বর্ধিত করা হবে। উল্লেখ্য, এই ট্রেনিং এর সময়সীমা ৪৯ সপ্তাহ। ট্রেনিং শেষ হলে যোগ্যতা অনুযায়ী ভারতীয় সেনার বিভিন্ন পদে নিয়োগ করা হবে। ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতে ইচ্ছুক হলে আজই করুন আবেদন। জেনে নিন পদ্ধতি।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি নথিভুক্ত করে আবেদন করতে হবে। ২৫ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে আগামী ২৩ জুন, ২০২১ পর্যন্ত।