জিও চালু করল ফাইবার পোস্টপেড প্ল্যান, মিলবে প্রচুর সুবিধা

মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও৷ এবার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে এল জিও। জিও ফিবার পোস্টপেড (JioFiber Postpaid) পরিষেবা চালু করল জিও। JioFiber Postpaid-এর কানেকশনের জন্য কোনও সিকিওরিটি ডিপোজিট লাগবে না। লাগবে না কোনও ইনস্টলেশন চার্জ।
মানে আপনার ১৫০০ টাকা সাশ্রয়। বর্তমানে, জিও ফাইবার কিনতে গেলে আপনাকে সিকিওরিটি ডিপোজিট আর ইনস্টলেশন চার্জ দিতে হয়। এত দিন জিও ফাইবারের কোন পোস্টপেইড প্ল্যানের অপশন ছিল না, সব কটি ছিল প্রিপেইড।রিলায়েন্স জিওর নতুন পোস্টপেইড প্ল্যানটিতে আপলোড এবং ডাউনলোডের স্পিড এক। JioFiber Postpaid-এর প্ল্যান শুরু হচ্ছে ৩৯৯ টাকা থেকে।
এতে গ্রাহকরা পেয়ে যাবেন ৩০ এমবিএস স্পিড। ৬৯৯ টাকায় পাবেন ১০০ এমবিএস, ৯৯৯ টাকায় ১৪০ এমবিএস আর ১৪৯৯ টাকায় ৩০০ এমবিএস আপলোড এবং ডাউনলোড স্পিড। এছাড়াও জিওফাইবারে ১ জিবিপিএস পর্যন্ত স্পিডের প্ল্যানও রয়েছে। গ্রাহকরা চাইলে ৬ মাস বা ১২ মাসের ভ্যালিডিটিরও প্ল্যান বেছে নিতে পারবেন।JioFiber Postpaid কিনলে গ্রাহকরা রাউটার ছাড়া পেয়ে যাবেন 4K সেট টপ বক্স বিনামূল্যে। আপনার কাজ থেকে ১০০০ টাকা সিকিওরিটি ডিপোজিট নেওয়া হবে যা আপনি ফেরত পেয়ে যাবেন।
৯৯৯ টাকা বা এর থেকে বেশি টাকার প্ল্যান নিলে আপনি পেয়ে যাবেন ১৫টি ওটিটি অ্যাপ যার মধ্যে রয়েছে SunNxt, HoiChoi, Zee5, Hotstar। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন জিও-র সব অ্যাপ বিনামূল্যে। JioFiber Postpaid-এর আরও একটি বিশেষত্ব হল যে এর পরিষেবা কখনও বন্ধ হবে না। ৩৬৫ দিন ২৪ ঘণ্টা চলতে থাকবে। কারণ এতে রিচার্জের ভ্যালিডিটি বা মেয়াদ শেষ হয়ে যাওয়ার কোনও চিন্তা নেই।
এতে গ্রাহকরা অটো-পেমেন্ট সার্ভিসও পেয়ে যাবেন। মানে আগের থেকে আপনি নিজের কার্ড ডিটেল দিয়ে রাখলে নিজের থেকেই সময় মতো টাকা পেমেন্ট হয়ে যাবে।গ্রাহকরা জিও ফাইবার পোস্টপেইড কিনতে চাইলে jio.com/fiber তে গিয়ে নাম আর ফোন নম্বর দিলে, এক্সিকিউটিভ নিজের থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে। যখনই আপনার নামে কানেকশন রেডি হয়ে যাবে, এক্সিকিউটিভ আপনার বাড়িতে এসে জিও ফাইবার ইনস্টল করে দিয়ে চলে যাবে। জিও ফাইবার পোস্টপেইডের সাবস্ক্রিপশন শুরু হচ্ছে ১৭ জুন থেকে।