উড়িষ্যা গেলে অবশ্যই ঘুরে আসুন কোনারকের সূর্যমন্দির থেকে

উড়িষ্যা গেলে অবশ্যই ঘুরে আসুন কোনারকের সূর্যমন্দির থেকে

হিন্দু সম্প্রদায়ের অন্যতম একটি পবিত্র জায়গা হল মন্দির। ভারতের অন্যতম রাজ্য হল উড়িষ্যা।এই উড়িষ্যায় শুধু জগন্নাথ মন্দির বিখ্যাত নয়। জগন্নাথ ছাড়া আরও অনেক মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হলো কোনারকের সূর্যমন্দির।কোনারক এই শব্দটি কোন ও অর্ক এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত।এই মন্দিরটি সৌরদেবতা সূর্যকে উৎসর্গ করে তৈরি করা হয়।

এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের নির্দেশ করে। ইউরোপীয় নাবিকরা এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা নামে অভিহিত করত।এই মন্দিরটি এর পরিকাঠামো করতে লোহার বিম ব্যবহার করা হয়েছিল।এই মন্দিরটি প্রতিষ্ঠা করার পিছনে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেপূর্বগঙ্গ রাজবংশের নরসিংহদেব  ১২৩২ - ১২৫৫ খ্রিষ্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোনারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন।

আবার অনেক মানুষ বলে শ্রীকৃষ্ণের পুত্র শাম্‍ব ‌রূপে অত্যন্ত নয়নভোলানো ছিলেন। সব মহিলাদের নজর কাড়তেন। শাম্‍ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিরোধ স্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত তখন নারদের মন্ত্রনায় শাম্‍ব সেখানে ঢুকে পড়ে। সেইসময় গোপিনীদের নজর তার ওপর গিয়ে পড়ে।

তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোনারকে সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্রতীরে এই মন্দির প্রতিষ্ঠা করে।আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গনে এসে পড়ে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদী থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে।

দেবতা,অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা বধূ বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গকরতাল বীণা, মোহিনী, মিঠুন মূর্তি, ছয় হাতের শিব, রাজদরবারের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরত নরনারী, প্রেমিক যুগল, ফাঁদ দিয়ে হাতি ধরা,শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন,লীলায়িত ভঙ্গী শিল্পকলার চরম উত্কর্ষের নিদর্শন। মন্দিরের তোরণে মানুষের মূর্তি শায়িত। সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক এদের মাঝে পিষে মরছে মানুষ।তাই যদি কখনো উড়িষ্যা বেড়াতে যান। অবশ্যই কোনারকের সূর্যমন্দিরে গিয়ে ঘুরে আসুন।