ব্যবসার ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চললে কখনোই অর্থ এর অভাব হবে না

সকল ব্যবসায়ীই উন্নতি ও অধিক লাভের চেষ্টা করে থাকেন। তবে নানা কারণে অনেক সময় কাঙ্খিত সাফল্য লাভ করা যায় না। আবার প্রচেষ্টা করেও ফল পান না অনেকে। এ ক্ষেত্রে বাস্তু শাস্ত্রে বর্ণিত কিছু উপায় করলে ব্যবসা বৃদ্ধি সম্ভব হয় এবং ধন লাভও হয়।তাহলে জেনে নেওয়া যাক এই উপায় গুলো সম্পর্কে।
১.সঠিক স্থানে রাখুন বৈদ্যুতিন উপকরণ- দোকান বা অফিসের বৈদ্যুতিন উপকরণ, ইনভার্টার, সুইচ বোর্ড, মিটার ইত্যাদি আগ্নেয় কোণ অর্থাৎ দক্ষিণ-পূর্ব দিকে রাখবেন। বৈদ্যুতিন উপকরণের পৃথক গুরুত্ব রয়েছে। জ্যোতিষে একে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। এ কারণে আগ্নেয় কোণে বৈদ্যুতিন উপকরণ রাখলে লাভ বৃদ্ধি পায়।
২.উপভোক্তাদের যাতায়াতের সঠিক স্থান- দোকানের পূর্ব ও উত্তর দিকে গ্রাহক বা উপভোক্তাদের যাতায়াতের স্থান তৈরি করতে হবে। এই স্থান ব্যক্তিদের আকৃষ্ট করে এবং উন্নতির দ্বার উন্মুক্ত করে। দোকান আকর্ষক হলে মুনাফা বৃদ্ধি হয়। বাস্তু অনুযায়ী উত্তর, পূর্ব দিক দিয়ে উপভোক্তাদের যাতায়াত শুভ।
৩.উন্নতির জন্য স্নানের পর লক্ষ্মী ও গণেশের পুজো করতে হবে- দোকান বা অফিসের উত্তর বা পূর্ব দিকে পুজোর স্থান রাখুন। রোজ সকালে ধুপকাঠি, প্রদীপ জ্বালান। ধনের দেবী লক্ষ্মী পুজোর ফলে প্রসন্ন হন। এর ফলে আর্থিক উন্নতি হয় ও ব্যবসা বৃদ্ধিও ঘটে। দোকানে একটি লক্ষ্মী-গণেশের মূর্তি অবশ্যই রাখবেন। জ্যোতিষ অনুযায়ী লক্ষ্মী ও গণেশ দারিদ্র দূর করেন।
৪.ভুলেও করবেন না এই কাজ- মালিকের স্থান ও লকারের ওপরে কখনও বিম বানাবেন না। বাস্তু অনুযায়ী দোকানের প্রবেশ দ্বারের সামনে সিঁড়ি, গাছ, বৈদ্যুতিন বা ফোনের স্তম্ভ থাকা উচিত নয়। এটি অশুভ ফলে বৃদ্ধি ঘটায়। এর ফলে অর্থ আগমনে বাধা ঘটে।
৫.দোকান বা অফিসের মালিকের বসার স্থান- মালিক বা ম্যানেজারের দক্ষিণ-পশ্চিম দিকে বসা উচিত। এই দিককে বাস্তু শাস্ত্রে শুভ মনে করা হয়। দোকানের কাউন্টার দক্ষিণ-পশ্চিম দিকে রাখলে তা আকর্ষক হয়। জ্যোতিষ ও বাস্তু মতে এর ফলে লাভ হয়।
৬.দোকানের পরিমাপ করার যন্ত্রপাতি রাখতে হবে সঠিক দিকে- দোকান বা ব্যবসায় পরিমাপ করার যন্ত্রপাতি থাকলে দক্ষিণ বা পশ্চিম মুখ করে এটি রাখতে হবে। যন্ত্রপাতিকেও লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। কারিগররা প্রতিদিন নিজের যন্ত্রের পুজো করেন। এ কারণে যন্ত্রপাতি রাখারও সঠিক স্থান রয়েছে। এর ফলে লাভ বৃদ্ধি পায়।