কম টাকা ইনভেস্ট করে বিপুল টাকা আয় এই ৫ জায়গায়

কম টাকা ইনভেস্ট করে বিপুল টাকা আয় এই ৫ জায়গায়

কম টাকা ইনভেস্ট করে বিপুল টাকা (Earn money) আয় করতে চাইলে আপনার কাছে রয়েছে ৫টি উপায় । এখানে মাত্র ৫০০ টাকা করে ইনভেস্ট অল্প সময়ে হয়ে উঠতে পারবেন লক্ষপতি । এর মধ্যে সরকারি স্কিম ও মিউচ্যুয়াল ফান্ড দুই সামিল রয়েছে । পাঁচটি উপায় কী কী জেনে নিন বিস্তারিত-

১. পোস্ট অফিস- পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা ইনভেস্ট করলে পেয়ে যাবেন ৪ শতাংশ সুদ । এছাড়া আজকের সময়ে পোস্ট অফিসে টাকা ইনভেস্ট করা সবচেয়ে সুরক্ষিত মনে করা হয় । এখানে সরকারি গ্যারেন্টির পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি সুদ মিলবে ।

২. মিউচ্যুয়াল ফান্ড- মিউচ্যুয়াল ফান্ডে যে কেউ ইভেস্ট করতে পারবেন । প্রতি মাসে ৫০০ টাকা করে ১৫ বছরের জন্য ইনভেস্ট করলে ১০ শতাংশ হিসেবে সুদ মিললে পেয়ে যাবেন ২ লক্ষ টাকা । আপনার দরকার হিসেবে এখানে বিনিয়োগের টাকা বাড়াতে পারবেন । এছাড়া ৯০ হাজার টাকার ইনভেস্টমেন্ট করে ১.১০ লক্ষ টাকা আয় করতে পারবেন । অনলাইনে মিউচ্যুয়াল ফান্ড কিনতে পারবেন ।

৩. পাবলিক প্রভিডেন্ট ফান্ড- পিপিএফে টাকা ইনভেস্ট করে মোটা টাকা আয় করতে পারবেন । পিপিএফে বর্তমানে ৭.১ শতাংশ হিসেবে কম্পাউন্ডিং ইন্টারেস্ট মিলছে । পিপিএফে বছরে অধিকতম ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন । পিপিএফে জমা টাকায় ইনকাম ট্যাক্স ছাড় পাওয়া যায় । পিপিএফে পাওয়া সুদ সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ।

৪. সুকন্যা সমৃদ্ধি যোজনা- এটি একটি সরকারি যোজনা । এখানে ইনভেস্ট করা টাকা সম্পূর্ণ সুরক্ষিত । মাত্র ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন । SSY জমা টাকায় গ্রাহকরা ট্যাক্স ছাড় পেয়ে থাকেন । মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা । কম্পাউনিং ইন্টারেস্ট দেওয়ার কারণে বেশি রিটার্ন পাওয়া যায় । প্রতি বছর ন্যূনতম ১০০০ টাকা ও অধিকতম ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করা যেতে পারে ।

৫. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট- NSC একটি পোস্ট অফিসেরS অত্যন্ত জনপ্রিয় স্কিম । আপনি ১০০,৫০০, ১০০০, ৫০০০ ও ১০০০০ টাকার এই স্কিম কিনতে পারবেন । এখানে ইনভেস্ট করার সময় ৫ বছরের হয়ে থাকে । বর্তমানে এই স্কিমে ৬.৮ শতাংশ সুদ মিলছে ।