রক্ত প্রবাল কি কারণে পরা উচিত জেনে নিন

রক্ত প্রবাল বা লাল পলা এর নাম অনেক। অনেকেই বলেন রেড কোরাল অথবা মুঙ্গা পাথর। জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গল গ্রহের সমস্যা থাকলে এই পাথর ধারণ করার পরামর্শ দেন জ্যোতিষীরা। রাশি অনুযায়ী মেশ, কর্কট এবং বৃশ্চিক রাশির জন্য প্রধান রত্ন হল এই রক্ত প্রবাল। প্রথমত রক্ত প্রবাল পাথর শত্রুতার মাঝে জয় পেতে সাহায্য করে থাকে। যে কোন বাধা থেকে পরিত্রাণ, শত্রুকে পরাজিত করে জয় পেতে সাহায্য করে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই রত্ন পাথরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তপ্রবাল পাথরের ইংরেজি নাম এটি পলা হিসেবেও পরিচিত। বাজারে যে সব রত্ন কিনতে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম মূল্যবান হল রক্ত প্রবাল। মুঙ্গা পাথর ধারণ করলে পজিটিভ এনার্জি শরীরে প্রবাহিত হয়। চিন্তাভাবনায় নেগেটিভ শক্তি দূর হয় এবং পজিটিভ এনার্জি আসে। তাহলে জেনে নেওয়া যাক এই রক্ত প্রবাল এর উপকারিতা সম্পর্কে।
১.বিয়ের সমস্যা দূর করতে- যাদের বিয়েতে সমস্যা বা নানান বাঁধার সম্মুখীন হতে হচ্ছে তাদের জন্য রক্ত প্রবাল পাথর ব্যবহার উপকারী হতে পারে।
২.সম্পত্তি বাড়ায় - সম্পদ লাভ বা সম্পদ বৃদ্ধিতে মঙ্গল গ্রহের প্রভাব থেকে থাকে বলে রক্ত প্রবাল পাথর এ সংক্রান্ত কাজে উপকারী।
৩.অলসতা দূর করতে- অলসতা দূর করে কাজে সঠিক ভাবে মননিবেশ করে কাজ কে সফল ভাবে শেষ করার জন্য রক্ত প্রবাল পাথর শক্তি যোগায়।
৪.মানসিক চিন্তা- এ পাথর দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে। শক্তি , উদ্যম আর মনে আশা জাগায়। সাহস বৃদ্ধির সাথে সাথে রক্ত প্রবাল দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। রত্ন পাথর রক্ত প্রবাল পাথর আত্ম বিশ্বাস বৃদ্ধি করে থাকে।
৫.শত্রু দূর করতে- প্রথমত রক্ত প্রবাল পাথর শত্রুতার মাঝে জয় পেতে সাহায্য করে থাকে। যে কোন বাধা থেকে পরিত্রাণ , শত্রুকে পরাজিত করে জয় পেতে সাহায্য করে।