চুলের কি কি উপকার করে নারকেল দুধ জেনে নিন

চুলের কি কি উপকার করে নারকেল দুধ জেনে নিন

চুলের যত্নে নারকেল তেল ব্যবহারের কথা তো সকলেরই জানা। রুক্ষ চুল স্বাভাবিকভাবে মসৃণ আর কোমল করে তুলতে জুড়ি নেই নারকেল তেলের। তাই প্রায় প্রতিটি বাড়িতে চুলের যত্নের জন্য আর কিছু থাক না থাক, নারকেল তেলের একটা বোতল থাকেই।কিন্তু চুলের যত্নে নারকেলের প্রাসঙ্গিতা তেলেই শেষ ভাবলে ভুল করবেন। নারকেলের দুধও কিন্তু চুলের জন্য সমান পুষ্টিকর। চুলের গোড়া শক্ত করা থেকে শুরু করে চুল ওঠা বন্ধ করা, চুলে পুষ্টি পৌঁছে দেওয়ার মতো একাধিক জরুরি কাজ করতে পারে নারকেলের দুধ। তাহলে জেনে নেওয়া যাক চুলের কি কি উপকার করে এই নারকেল দুধ।

১.কন্ডিশনার হিসেবে- নারকেলের দুধ চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এক কাপ নারকেলের দুধ নিয়ে তাতে এক টেবিলচামচ অলিভ অয়েল আর একটা ডিম ভেঙে খুব ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। স্ক্যাল্পে লাগিয়ে ভালোভাবে মাসাজ করে নিতে হবে। বাকি মিশ্রণটা চুলে লাগাতে হবে, ডগার দিকটায় ভালো করে লাগাতে হবে। ২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে।

২.চুলের বৃদ্ধির জন্য- চুল দ্রুত লম্বা করতে চাইলে ভরসা রাখতে হবে নারকেলের দুধে। দু টেবিলচামচ মেথি গুঁড়ো আর তিন টেবিলচামচ নারকেলের দুধ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। চুলে আর স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।

৩.পাকা চুলের সমস্যায়- অকালে চুল পেকে গেলে তা কমাতে সাহায্য করবে নারকেলের দুধ। সমপরিমাণে নারকেলের দুধ আর আমলা তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা এক ঘণ্টা রেখে দিতে হবে। তারপর চুলে আর স্ক্যাল্পে ভালো করে মেখে আরও এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। সব শেষে হালকা গরম জলে ধুয়ে ফেলতে হবে।

৪.খুসকি কমাতে- মাথায় চুলকুনি থাকলে বা খুসকির উপদ্রব হলে বেছে নিন নারকেলের দুধ। তিন টেবিলচামচ নারকেলের দুধ, এক টেবিলচামচ অ্যালো ভেরা জেল আর কয়েকটা তুলসি পাতা নিতে হবে। তুলসি পাতাগুলো বেটে নিতে হবে। তারপর নারকেলের দুধ, অ্যালো ভেরা জেল আর তুলসি পাতা বাটা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। পুরো চুল আর স্ক্যাল্পে এই পেস্টটি আগাগোড়া ভালো করে লাগিয়ে মাসাজ করতে হবে। হয়ে গেলে শাওয়ার ক্যাপে মাথা ঢেকে আধ ঘণ্টা অপেক্ষা করতে হবে। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলতে হবে।

৫.চুলের রুক্ষতা দূর করতে- নারকেলের দুধে পর্যাপ্ত আর্দ্রতা থাকে, তাই চুলের রুক্ষতা কমিয়ে কোমলতা ফেরাতে এটি অত্যন্ত কাজের। পরিমাণমতো নারকেলের দুধ আর নারকেল তেল একসঙ্গে মিশিয়ে পুরো চুলে ভালো করে মেখে নিতে হবে। তারপর মোটা দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়ে জট ছাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ রেখে কোমল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৬.চুলের জেল্লা ফেরাতে- নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনিং করেও চুলের সেই আগের মতো জেল্লা ফিরছে না।এটি অনেক মানুষ এর সমস্যা। ব্যবহার করতে হবে নারকেলের দুধ। মাথার ত্বকে প্রতিদিন মিনিট পাঁচেক করে নারকেলের দুধ মালিশ করলে চুলের জেল্লা ফিরবেই।