চুলের যত্নে পেঁয়াজ এর রস এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিন

চুলের যত্নে পেঁয়াজ এর রস এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিন

কথায় আছে নারীর সৌন্দর্য চুলে এবং স্বাস্থ্যোজ্জ্বল চুল নারীর অহংকারের অন্যতম বিষয়। তবে আজকাল প্রচলিত কথা মিলিয়ে শুধু তেলেই চুলকে সুন্দর করার পন্থা ছেড়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন ললনারা। তাই পছন্দ অনুযায়ী বিভিন্ন হেয়ারকাট, স্ট্রেটনিং, কার্লিং, কালার ব্যবহার করে চুলকে অস্থায়ী ভাবে ভিন্নরূপ দেওয়া হয়। কিন্তু হলে কী হবে, এতে চুল তার স্বাভাবিক উজ্জ্বলতা, মসৃণতা হারিয়ে রুক্ষ হয়ে যায়। ফলে শুরু হয় চুল পড়া, আগাফাটা, খুশকি, চুলের গোড়া আলগা হওয়া ইত্যাদি। তার থেকেই তাঁদের ঘিরে ধরে দুশ্চিন্তা ও হতাশা।কিন্তু এর থেকে মুক্তি পাওয়া এর উপায় আছে।আর সেটি হলো পেঁয়াজ এর রস। তাহলে জেনে নেওয়া যাক চুলের কি কি উপকার করে পেঁয়াজ এর রস।

১.চুল পেকে যাওয়া রোধ করে- পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায়। এতে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়। ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে।পেঁয়াজ ছেঁচে রস বার করে নিতে হবে। তার পরে তিন চা চামচ রসের সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। চুল ও মাথার তালুতে ভাল করে মাখিয়ে রাখতে হবে সেই মিশ্রণ।

২.প্রদাহ রোধ করে- পেঁয়াজে রয়েছে প্রদাহ রোধ করতে পারার ক্ষমতা। মাথায় চুলকানির ভাব কমাতে সাহায্য করে। তালু শুষ্ক হয়ে গেলেও পেঁয়াজের রস তা কমায়।দুই টেবিল চামচ পেঁয়াজের রস এবং আধ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথায় লাগাতে হবে। কিংবা তিন টেবিল চামচ পেঁয়াজের রস ও পাঁচ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিতে পারেন এক চা চামচ লেবুর রসের সঙ্গে। এর যে কোনও একটি মাথায় লাগানোর পরে কুড়ি মিনিট রেখে চুলে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে।

৩.টাক পড়ে যাওয়া রোধ করে- অনেক মানুষ এর বয়সের আগে চুলে টাক পড়ে যায়।পেঁয়াজের রস সেই সমস্যারও সমাধান করতে পারে। গবেষণার মাধ্যমে সমীক্ষা করে দেখা গিয়েছে, এর মাধ্যমে সুফল পেয়েছেন অনেকেই।এ ক্ষেত্রে পেঁয়াজের রস চুল উঠে যাওয়া জায়গাটায় দিনে দুবার করে লাগাতে হবে। তা হলেই সমস্যা থেকে মু্ক্তি মিলবে।

৪.মাথায় খুশকি থাকলে- মাথায় খুশকি থাকলে চুল হয়ে যায় প্রাণহীন। পেঁয়াজের রসে রয়েছে এমন উপাদান, যা মাথার কোনও ধরনের ত্বকের সংক্রমণকেও প্রতিহত করতে পারে। দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল, তিন টেবিল চামচ পেঁয়াজের রসে মিশিয়ে মাথার ত্বকে ভাল করে মাখিয়ে রাখতে হবে। ১০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে।

৫.চুলের গোড়া শক্ত করতে- নারকেল তেলের সঙ্গেও পেঁয়াজের রস মিশিয়ে রাখতে পারেন। তবে এক্ষেত্রে নিয়মিত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। আমন্ড অয়েলের সঙ্গেও পেঁয়াজের রস মেশাতে পারেন। এই মিশ্রণ চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে।