মীনলগ্নের জাতকের লগ্নে রবি থাকলে কি হয়

মীনলগ্নের জাতকের লগ্নে রবি থাকলে কি হয়

মীনলগ্নের জাতকের লগ্নে রবি থাকার, অর্থ ষষ্ঠাধিপতি লগ্নে আছে ও জাতকের জন্মমাস হলো চৈত্র। রবি এই লগ্নে অবস্থান করাতে জাতক হবেন আবেগপ্রবন, অনুভুতি প্রবন ও পঞ্চইন্দ্রিয়কে সর্বদা কাজে নিযুক্ত করবেন। তিনি অতিমাত্রায় সংবেদনশীল ও ভাব প্রবন। অন্যের বিপদে নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পরবেন। মানবতাবাদী ও আদর্শবাদী। কোনও মানুষের দুঃখ-কষ্ট সহ্য করতে পারেন না। সমাজের যাতে কল্যান হয়, সে চিন্তায় বিভোর থাকেন।

• ইনি-সবার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে জানেন। কারোও সঙ্গে বিরূপভাব প্রকাশ করেন না। বিশ্বমৈত্রীর দিকে সর্বদা দৃষ্টি দেন। ঐ জাতক সুদক্ষকর্মী, উদ্যমী ও যশপ্রার্থী। সহজে নীচু হতে চান না।

• তবে শত্রুতা হন আত্মীয়দের মধ্যে থেকে ও তাঁরা জাতকের বিরুদ্ধে সক্রিয় হয়ে দাঁড়ান। তবুও জাতক ভীত ও শঙ্কিত নন। সাময়িক ভাবে তাঁর সুনাম ক্ষুন্ন হতেও পারে।

• জাতকের বিদেশ ভ্রমণ যোগ আছে ও জলপথে যেমন ভাগ্যন্নতি তেমনি জলে বিপদের সম্ভবনা বেশি। চাকুরীতে উন্নতিযোগ থাকলেও বাধা পদে পদে। বানিজ্যের পথেই ভাগ্য সুপ্রসন্ন। বিদ্যাচর্চাতে সুনাম অর্জন করবেন।