জকোভিচের খেতাব জয়ে ২০১৬ ফরাসি ওপেন ফিরে দেখা

তিনি কেন বিশ্বসেরা তা আরও একবার দেখিয়ে দিলেন নোভাক জকোভিচ(Novak Djokovic)। দু'সেট পিছিয়ে পড়েও গ্রিসের স্তেফানোস সিত্সিপাসকে(Stefanos Tsitsipas) হারালেন ফরাসি ওপেন(French Open) ফাইনালে। রবিবারের ম্যাচের ফল জোকারের পক্ষে, ৬-৭(৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪। ফিলিপ শাত্রিয়ের কোর্টে(Phillipe Chatrier Court) পাঁচ হাজার অনুরাগী জকোভিচের এই ঐতিহাসিক জয়ের সাক্ষী রইলেন।
প্রথম গ্রিক খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছনোর কৃতিত্ব অর্জন করলেও, প্রথম গ্রিক খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেন জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল সিত্সিপাসের। রবিবার ফরাসি ওপেন জিতে এক নতুন নজির স্পর্শ করলেন সার্বিয়ান টেনিস সম্রাট। কিংবদন্তি রয় এমারসন(Roy Emerson) এবং রড লেভারের(Rod Laver) পর তিনিই বিশ্বের একমাত্র প্লেয়ার যিনি প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যাম(Grand Slam) অন্তত দু'বার করে জিতেছেন।
আর ফরাসি ওপেন জেতার পাশাপাশি এই নজির স্পর্শ করার পর কিন্তু আরও একবার বিশ্বের টেনিস অনুরাগীরা দাবি করতে শুরু করে দিয়েছেন জোকারই সর্বকালের সেরা টেনিস প্লেয়ার। রবিবারের জয়ের পর ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গেল জকোভিচের। কিংবদন্তি রজার ফেডেরার(Roger Federer) এবং রাফায়েল নাদাল(Rafael Nadal) জিতেছেন ২০টি।
এই দুই মহারথীর এই অনন্য নজির স্পর্শ করাটা সার্বিয়ান মহাতারকার কাছে স্রেফ সময়ের অপেক্ষা। তবে রবিবার জোকারের ঐতিহাসিক ফরাসি ওপেন(French Open) খেতাব জয়ের পর আজ তাঁর ২০১৬ ফরাসি ওপেন জয় একটু ফিরে দেখা যাক। ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেন(Australian Open) জয়ের মধ্যে দিয়ে পথচলা শুরু হয়েছিল জকোভিচের। এরপর বহু চড়াই-উতরাই পেরিয়ে আজ সর্বকালের সেরা টেনিস প্লেয়ারদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন তিনি।
এখনও পর্যন্ত ৯টি অস্ট্রেলিয়ান ওপেন(Australian Open) খেতাব, ৫টি উইম্বলডন(Wimbledon), ৩টি ইউএস ওপেন(US Open) এবং ২টি ফরাসি ওপেন(French Open) জিতেছেন জোকার। ২০১৬ সালে প্রথমবারের জন্য ফরাসি ওপেন খেতাব জিতেছিলেন সার্বিয়ান মহাতারকা। ২০১৬ ফরাসি ওপেন ফাইনালে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে(Andy Murray) হারিয়ে প্রথমবারের জন্য ফরাসি ওপেন খেতাব জিতে নিয়েছিলেন জকোভিচ। ৩-৬, ৬-১, ৬-২,৬-৪ ফলে মারেকে হারিয়েছিলেন জোকার।
প্রথম সেটে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে পরের তিনটি সেট জিতে নেন জকোভিচ। এই জয়ের মধ্যে দিয়ে তাঁর ১২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়। ফাইনাল ম্যাচে অ্যান্ডি শুরুটা ভালো করেছিলেন, কিন্তু পরের তিনটি সেট জুড়ে ছিল শুধুই সার্বিয়ান কিংবদন্তির আধিপত্য। তারপর আর ঘুরেই দাঁড়াতে পারেননি অ্যান্ডি। এই জয়ের সঙ্গেই জকোভিচ বেশ কয়েকটি অনন্য রেকর্ডও গড়েছিলেন। জকোভিচ বিশ্বের অষ্টম টেনিস প্লেয়ার হিসেবে কেরিয়ার গ্র্যান্ড স্লামের নজির স্পর্শ করেন, অর্থাত্ টেনিসের চারটি মেজর গ্র্যান্ড স্লাম জিতে নেন।
জকোভিচের আগে ১৯৬৯ সালে কিংবদন্তি রড লেভার(Rod Laver) এই নজিরটি স্পর্শ করেছিলেন। জোকার বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিন ধরণের সারফেসে গ্র্যান্ড স্লাম জেতার নজির তৈরি করেন এবং জিম কুরিয়্যরের(Jim Courier) পর প্রথম প্লেয়ার হিসেবে একই বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জেতার নজির স্পর্শ করেন। ২০১৬ ফরাসি ওপেন জয়ের পর জকোভিচ ২০১৮ সালে উইম্বলডন এবং ইউ.এস ওপেন জেতেন। ২০১৯ সালে আবার উইম্বলডন জেতার পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নেন। এরপর ২০২০ সালেও অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেন তিনি। ২০২১ সালে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতে ফেলেছেন সার্বিয়ান মহাতারকা।