ডেভেলপার, এক্জিকিউটিভ, অ্যানালিস্ট পদে চাকরি দিচ্ছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন

বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ করবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (Digital India Corporation)। মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে সকলকে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ ৩০ অগাস্ট ২০২১।
শূন্যপদের বিবরণ
যে যে শূন্যপদে নিয়োগ করা হবে সেগুলি হল-
সিনিয়র অ্যাপ্লিকেশন ডেভেলপার - শূন্যপদ ১টি
ডেভেলপার - শূন্যপদ ১টি
প্রোগ্রাম একজিকিউটিভ -১টি শূন্যপদ
প্রজেক্ট অ্যানালিস্ট -১টি শূন্যপদ
প্রজেক্ট একজিকিউটিভ (টেকনিক্যাল) - ১টি শূন্যপদ
সিনিয়র ডেভেলপার (php)/ সিনিয়র ডেভেলপার অথবা প্রজেক্ট ম্যানেজার- শূন্যপদ ২টি
শিক্ষাগত যোগ্যতা
যাঁদের বি টেক (B. Tech)/ বি ই (BE)/ এম এস সি (MSc)/ এম সি এ (MCA) উত্তীর্ণ হওয়ার ডিগ্রি রয়েছে তাঁরা ওই পদগুলির জন্য আবেদন করতে পারেন। তবে আবেদনকারীদের অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
সিনিয়র অ্যাপ্লিকেশন ডেভেলপার পদের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের পাইথন (Python) ও জাভা (Java) জানতে হবে।
প্রোগ্রাম একজিকিউটিভ পদের জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের মধ্যে যাঁদের আবার বিজনেস ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্সের উপরে কোনও ডিগ্রি থাকবে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
সিনিয়র ডেভেলপার (php)/ সিনিয়র ডেভেলপার অথবা প্রজেক্ট ম্যানেজার পদের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের অবশ্যই কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
পাশাপাশি বর্তমানে যাঁরা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অধীনে চাকরি করছেন অথবা কোনও স্বশাসিত সংস্থায় চাকরি করছেন তাঁরাও এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তাঁদের প্রত্যেককে সংস্থার পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) জমা দিতে হবে।
লোকেশন
নোটিফিকেশন অনুযায়ী যাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের দিল্লিতে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে- https://ora.digitalindiacorporation.in/।
যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা অবশ্যই নোটিফিকেশন ভালো করে পড়ে নিন। নোটিফিকেশন পড়ার জন্য - https://dic.gov.in/images/career/Advt1608.pdf। পদগুলির জন্য যাবতীয় তথ্য দেওয়া রয়েছে সেখানে।