রেলের সঙ্গে শুরু করুন এই ব্যবসা, মাসে রোজগার হাজার হাজার টাকা

রেলের সঙ্গে শুরু করুন এই ব্যবসা, মাসে রোজগার হাজার হাজার টাকা

'আত্মনির্ভর ভারত'-এ রেলের সঙ্গে ব্যবসা করার সুযোগ। পুঁজি কম থাকলেও রেলওয়ের সঙ্গে যুক্ত হয়ে রোজগার করতে পারেন। ইন্ডিয়ান রেলওয়ে ও ক্যাটারিং অ্যান্ড ট্যুরিস্ট কর্পোরেশন রলের অন্যতম এক সার্ভিস এর মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে বেশ কিছু সুবিধা একসঙ্গে পাওয়া যায় । আইআরসিটির সাহায্যে মাসে হাজার হাজার টাকা রোজগার করা সম্ভব । এর জন্য কোথাও যেতে হবেনা । হতে হবে শুধুমাত্র টিকিট এজেন্ট । যেমন ভাবে রেলের টিকিট কাউন্টারে টিকিট দেন রেলের যে সমস্ত কর্মীরা ঠিক তেমনই টিকিট কেটে দিতে হবে যাত্রীদের ।

সর্বপ্রথম অনলাইনে টিকিট কাটতে আইআরসিটিসির ওয়েবসাইটে যেতে হবে । সেখানে এজেন্ট ওয়ার জন্য আবেদন করতে হবে । এরপরে অথোরাইজড টিকিট বুকিং এজেন্ট হয়ে যাবেন (Ticket booking agent) । এরপরেই টিকিট বুক করতে পারা যাবে । টিকিট বুকিং করা হলে আইআরসিটির থেকে ভাল কমিশন পাওয়া যাবে ।

টিকিট প্রতি ২০ টাকা ও এসি টিকিট বুক করলে ৪০ টাকা কমিশন পাওয়া যায় । মাসে যত খুশি টিকিট বুক করা যায় । ১৫ মিনিটে তত্‍কাল টিকি বুক করা যায় । এছাড়াও ঘরোয়া ও আন্তর্জাতিক বিমানের টিকিট ও বুক করা যাবে অতি সহজেই । ৮০,০০০ টাকা পর্যন্ত একমাসে একজন এজেন্ট রোজগার করতে পারেন ।

যদি কাজে মন্দাও থাকে তবু মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা রোজগার করা যেতে পারে । আইআরসিটির এজেন্ট হতে গেলে ৩,৯৯৯ টাকা ফি জমা দিতে হবে । ২ বছরের জন্য এর চার্জ ৬,৯৯৯ টাকা ।প্রতি মাসে কোনও এজেন্ট যদি ১০০ টিকিট বুক করে থাকেন সেক্ষেত্রে টিকিট প্রতি ১০ টাকা ফিজ দিতে হবে রেলকে । ১০১ থেকে ৩০০ কিটি বুক করলে টিকিট প্রতি ৮ টাকা ও ৩০০ এর বেশি টিকিট বুক করলে টিকিট প্রতি দিতে হবে ৫ টাকা ফিজ ।