শরীর ভালো রাখতে হাতিশূড় গাছের উপকারিতা

শরীর ভালো রাখতে হাতিশূড় গাছের উপকারিতা

পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এই হাতিশুঁড় গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল।গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী। তাহলে জেনে নেওয়া যাক এই গাছটির উপকারিতা সম্পর্কে।

১.ছত্রাকজনিত সংক্রমণ প্রতিরোধে- শরীরের জন্য ছত্রাক আক্রমণ খুবই ক্ষতিকারক।দেহে ছত্রাকজনিত আক্রমণে গোল গোল লাল চাকা চাকা দাগ হয়ে যায়।এটি নিরাময় করতে এই গাছের রস খুবই উপকারী।

২.ফোলা কমাতে সাহায্য করে- শরীরের কোনো স্থান নানা কারণে ফুলে যায়।এই ফোলা স্থানে এই গাছের পাতা বেটে অল্প গরম করে লাগালে উপকার পাওয়া যায়।

৩.জ্বর ও কাশি প্রতিরোধ করতে- জ্বর ও কাশি আজকের দিনে প্রতিদিন এর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শীতকাল মানেই এটি বেশি হয়।জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে ক্বাথও তৈরি করে খেলে আরাম পাওয়া যায়।

৪.টাইফয়েড জ্বরে- টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে জলে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।

৫.একজিমা- একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিতে হবে।এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।

৬.রিউম্যাটিক বাতে-  রেড়ির তেলের সঙ্গে এই পাতার রস মিশিয়ে গাঁটে লাগাতে হয়। তাহলে এই ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও দাঁতের ব্যাথা কমাতে এই গাছের শিকড় চিবোলে উপকার পাওয়া যায়।